ইউনিয়ন মাতৃত্বকাল ভাতাভোগি নির্বাচন কমিটির সভার কার্যবিবরনী (অনুলিপি)
তারিখ- ২১-০৮-১৬ইং
স্থান- ইউপি সভাকক্ষ
সময়- ১১.০০ ঘটিকা
উপস্থিত সভ্যগনের নাম:
১। জনাব বুলবুল আহম্মেদ- ইউপি চেয়ারম্যান- সভাপতি- স্বা:
২। জনাব আছিয়া বেগম ইউপি সদস্য সদস্য ”
৩। জনাব দিপালী রায় ইউপি সদস্য সদস্য ”
৪। জনাব নাছিমা বেগম ইউপি সদস্য সদস্য ”
৫। জনাব স্বপন কুমার অধিকারী- উপসহকারী কৃষি কর্মকর্তা সদস্য ”
৬। জনাব মো: মহিদুল ইসলাম জমাদ্দার- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সদস্য ”
৭। জনাব রেহানা পারভীন ইউনিয়ন সমাজকর্মী সদস্য ”
৮। জনাব ফরিদা পারভীন শিক্ষিকা,শেখহাটি,স:প্রা:বি: সদস্য ”
৯। জনাব দিপালী বিশ্বাস ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী সদস্য ”
৯। জনাব শেখর কুমার সিংহ ইউপি সচিব সদস্য সচিব ”
অদ্যকার সভা কমিটির সভাপতি জনাব বুলবুল আহম্মেদ সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হইল। শুরুতে সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের সহিত কুশল বিনিময় করে সভার কার্য আরম্ভ করেন।
আলোচ্য সূচী:- মাতৃত্বকাল ভাতাভোগির তালিকা ও অপেক্ষমান তালিকা প্রনয়ন।
আলোচ্য সূচী সম্মন্ধে সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের বলেন যে, চলতি অর্থ বছরে অর্থ বছরে মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নে ২৮টি কার্ডের বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বিষয়ে প্রাপ্ত পত্র পাঠে আপনারা বিস্তারিত অবগত হয়েছেন। তিনি আরও বলেন যে, উক্ত কর্মসূচীর আওতায় অতিরিক্ত ৫০ জনের অপেক্ষমান তালিকা প্রনয়ন করতে হবে। সকল প্রকার শর্ত মেনে ২৮ জন ভাতা ভোগির তালিকা ও ৫০ জনের অপেক্ষমান তালিকা প্রনয়ন করতে সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের অনুরোধ করেন।
উক্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যবৃন্দ পত্রের শর্তালোকে প্রতি ওয়ার্ড থেকে জমাকৃত আবেদন যাচাই বাছাই করে ২৮ জন ভাতাভোগির তালিকা ও ৫০জনের অপেক্ষমান তালিকা চূড়ান্ত করেন। উক্ত চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে প্রেরন করিতে সদস্যবৃন্দ সভাপতি সাহেবকে অনুরোধ করেন।
অতপর সভায় আর কোন আলোচ্য সূচী না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ দিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।
স্বাক্ষর
সভাপতি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS